মুগ্ধতার মৃত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়। Mugdhotar mrityu hole manush megh hoye jay
কখনো কখনো মানুষ প্রেমে পড়ে না, কোনো একজনের মুগ্ধতায় আটকে যায়। তারপর সেই কোনো একজনের মুগ্ধতা তাকে এমনভাবে চক্রব্যূহে ঘিরে ধরে যে, সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা থাকে না।
সে বীর অভিমন্যুর মত লড়াই করতে থাকে। আর অবশেষে জয়ী যেই হোক না কেন, মৃত্যু তো সেই মানুষটারই হয়।
মুগ্ধতার মৃত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়, আর মনের মৃত্যু হলে সে তো এক জীবন্ত লাশ।
Post a Comment