Header Ads

Revenge of Nature

 


" Revenge of Nature " বলে একটা কথা আছে জানেন তো!

অর্থাৎ প্রকৃতির বদলা।
না, প্রকৃতি নিজে এসে বদলা নেয় না, বা প্রকৃতির কারোর ওপর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। প্রকৃতি তার নিজের নিয়মে চলে।
আসলে সত্যি বলতে, প্রকৃতি সদা সর্বদা তুলাযন্ত্রের মত ভারসাম্য বজায় রাখতে চায়।
অর্থাৎ, আপনি কারোর সাথে ভালো কিছু করলে আপনি ভালো ফল পাবেন। আবার কারোর সাথে খারাপ কিছু করলে তার ফল ও পাবেন।
এসব বিষয়ে প্রকৃতি কারোর সাথে কোনরকম পক্ষপাতিত্ব করে না।
তাই কাউকে খুব করে মানসিক কষ্ট দিচ্ছেন, দিতে থাকুন। এতটাই মানসিক কষ্ট দিন যাতে একদিন সে কাঁদতে কাঁদতে দীর্ঘশ্বাস ফেলে ওপর ওয়ালার কাছে মৃত্যু ভিক্ষে করে।
তারপর দেখবেন, হয়তো দেরিতে কিংবা খুব তাড়াতাড়ি আপনারা দুজনেই তার যথোচিত কর্মফল ভোগ করতে পারবেন।
' রুহের হায় ' বলে একটা কথা আছে, এটা মনে রাখবেন।
হয়তো মানুষের মুখ থেকে দেওয়া অভিশাপ ফলতেও না পারে, কিন্তু অন্তরাত্মা থেকে তীব্র বেদনার যে হায়, যে অভিশাপ, যে হাহাকার প্রকাশ পায়, তার ফল আপনি এ জন্মেই পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আর পর জন্মের অপেক্ষা করতে হবে না।

No comments