ভূল্ভূলাইয়া - ২ - সিনেমা পর্যালোচনা । bhool bhulaiyaa 2 review, My personal Opinion on movie
Picture Source: Google Image |
আজ অনেকদিনের পরে একটা হিন্দি সিনেমা দেখলাম। সিনেমাটা সিনেমা হলে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আর দেখা সম্ভব হয়নি। তবে আজ মোবাইলে সিনেমাটা টরেন্ট থেকে ডাউনলোড করে দেখলাম। যদিও ছবির কুয়ালিটি অতটা ভালো ছিল না, কিন্তু সিনেমা টা দারুন ছিল। সিনেমাটিতে প্রত্যেকটি চরিত্রের অভিনয় এতটা অনবদ্য যে ছবির কুয়ালিটির কথাই ভুলে গেছিলাম, এতটাই সিনেমাটা তে মগ্ন হয়ে গেছিলাম।
এত ক্ষণ ধরে এত কিছু বললাম, কিন্তু সিনেমাটার নাম ই বলা হয়নি। সিনেমাটার নাম হল "ভুলভুলাইয়া ২"।
এটা ভূলভুলাইয়া এর সিক্যুয়েল হলেও একটা আলাদা গলপ, আলাদা ছন্দের সিনেমা।
সিনেমা শুরু Kartik Aryan এর কমেডি অভিনয় দিয়ে। সিনেমাটা তে কার্তিক এর কমেডি দারুন মানিয়েছে। তবে কার্তিক এবং কিয়ারা এর রোমান্স টা যদি আরেকটু দেখানো যেত, তাহলে আরো ভাল লাগত।
আরও পড়ুন ঃ প্রাক্তন । সৌরভের ব্যর্থ প্রেমের কবিতা।
অবশ্যই বলতে হবে রাজপাল যাদব এর কমেডি। রাজপাল যাদব সর্বদাই সেরা। উনার কমেডি এর কোনো তুলনা হয় না। বাকি আর যারা কমেডিয়ান ছিলেন, অর্থাৎ বড় পণ্ডিত, পণ্ডিত পত্নী, এবং পটলু যাদের আসল নাম আমার জানা নেই, কিন্তু ওদের অভিনয় দেখার পর আর কিছু বলার থাকে না, এক কথায় অসাধারণ।
আর যেটা না বললে নয়, অর্থাৎ ভুলভূলাইয়া সিরিজ যেটা ছাড়া অসম্পূর্ণ, সেটা হল ' আমি যে তোমার ' গান টা। অরিজিৎ সিং এর গলায় এই গান টা আর কি বলব। এত সুন্দর আর এত মধুর লেগেছে আমার, যে ওই গানটা আমি পর পর দুবার শুনেছি।
তবে এই গানে কার্তিক এর নাচ টা আমার ঠিক ভালো লাগেনি। মানে ঠিক ছিল কিন্তু সেই লেবেলের হয়নি, যেটা দেখে মনে হয় যে ভুত মানুষের শরীরে প্রবেশ করে নাচছে।
তবে এইরকম নাচ যেটা কীয়ারা করেছিল, ওটা দারুন লেগেছিল, ওটা দেখে তো ভয়ে সিঁটিয়ে গেছিলাম, ভাবছিলাম এই বুঝি মঞ্জলিকার ভুত কিয়ারার মধ্য দিয়ে কার্তিক এবং পুরো পরিবার কে অ্যাটাক করবে।
সে যা হোক সিনেমার শেষে একটা বিশাল বড় টুইস্ট আছে, যেটা সিনেমার মোড় টাকে শেষে একেবারে আলাদা রকম ভাবে ঘুরিয়ে দিয়েছে।
Actually, বেশিরভাগ ভূতের সিনেমায় খারাপ ভূতের কথা ই বলা হয়, দেখানো হয় ভুত কিভাবে নির্দোষ মানুষ গুলোকে ঘাড় মটকে দিচ্ছে। কিন্তু আমার দেখা কোনো সিনেমায় এই প্রথম বার দেখলাম যে কোনো মানুষ ভূতের সাথে অন্যায় করছে।
সবশেষে সিনেমা শেষ হয়েছে কার্তিকের নাচ ভূলভূলাইয়া গানে। ওখানে কার্তিকের যে পায়ের ড্যান্স স্টেপ, ওটা তো অসাধারণ। যেটা ও কপিল শর্মা এর শো তে এসে ও দেখিয়েছিল।
ও আরও একজনের কথা তো এখন ও বলা হয়নি। তাব্বু! তাব্বুর অভিনয় - এককথায় অসাধারন। আর একজন হিন্দি ভাষী হয়েও এত সুন্দর বাংলা বলেছে। ও! কল্পনা ই করা যায় না।
তবে কার্ত্তিক বাংলাটা আর একটু চর্চা করলেই পারত। তাহলে বাংলা উচ্চারন টা আর একটু ভালো হত। সে যা হোক, সেটা বড় কথা নয়্। তবুও তো ছেলেটা অনেক চেষ্টা করেছে, এই অনেক। 😄😄😄
আর বেশি কিছু বলব না, শুধু বলব যে আজ এই সিনেমা Box Office এ এত কোটি টাকার ব্যবসা এমনি এমনি করেনি। দারুন একটা সিনেমা।
কয়েকটা জায়গা বাদ দিলে সিনেমাটা অসাধারণ ও অনবদ্য। কার্তিক ও কীয়ারার জুটি আর কিয়াড়ার লুকস আর কিছু বলার অপেক্ষা রাখে না।
অবশ্যই ভুলভুলাইয় -১ এর চাইতে অতটা ভালো না হলেও গল্পের দিক দিয়ে , কিন্তু এন্টারটেনমেন্ট এর জন্য সেরা। ১০ এর মধ্যে ৮ তো অবশ্যই পাবার যোগ্য।
আরও লেখা পড়তে ঃ আমার ডাইরির পাতা থেকে
Post a Comment