ফিরে যেও, আর এস না ।। সৌরভের কবিতা।। Go back, Don't come again, Bengali poem of Sourav Bhuniya
।।ফিরে যেও, আর এস না।।
সেই তো শেষে ফিরলে আবার,
তবে যে যাওয়ার সময় বলেছিলে,
'আর কোনোদিন ফিরবে না',
'এ মুখো হবে না কোনোদিন',
'আমার এ কুলাঙ্গার মুখ আর কোনোদিন দর্শন করবে না।'
তবে তোমার ফিরতে যে বড্ড দেরি হয়ে গেল।
"এখন আমি" তো আর "সেই আমি" নেই।
"সেই আমি" তো কবেই মরে গেছে,
যেদিন এই অভাগার বুক চিড়ে
সেই নীলচে পড়া হৃদপিণ্ড টা
তুমি ছিনিয়ে নিয়ে গিয়েছিলে।
যেদিন তোমার ঐ বড় লোক, স্মার্ট,
হ্যান্ডসাম বয়ফ্রেন্ডের হাত ধরে ---
এই কাঙ্গাল, আনস্মার্ট, আনরোমান্টিক,
গবেট কে লাথি মেরে চলে গিয়েছিলে;
সেদিন ই তো 'সেই আমি' মরে গেছে।
এখন 'এই আমি' যে আর আগের মত নেই,
'এই আমি' এখন কথা বলতে জানে,
হাঁসতে জানে, হাসাতে জানে,
Flirt করতে জানে।
তোমাদের ঐ তথাকথিত ভণ্ড সমাজ
যাকে স্মার্ট, হ্যান্ডসাম, রোমান্টিক বলে,
'এই আমি' এখন সেই হয়েছে।
সে কেন তোমায় পাত্তা দেবে?
তোমার মত একটা 'ইউজ অ্যান্ড থ্রু' প্রোডাক্ট কে?
এখন শত চাইলেও, হাতে পায়ে ধরে কাঁদলেও,
'এই আমি' যে 'সেই আমি' - তে
আর ফিরতে পারবে না।
তাই বলি সুরঞ্জনা,
'ফিরে যেও, আর এস না।'
আরও পড়ুন ঃ প্রাক্তন । সৌরভের ব্যর্থ প্রেমের কবিতা।
Post a Comment