Header Ads

ছোট বেলায় আমার লেখা কবিতা - ২ । কবিতা - তুলাযন্ত্র। Bangla chotoder chora, kobita tulajontro

 

bangla chotoder chora

তুলাযন্ত্র জিনিসটা আসলে কি ? 

অনেকে জানেন, আবার অনেকে জানেন ও না। তুলাযন্ত্র, যাকে আমরা দাঁড়িপাল্লা বলে ও জানি। এটা বাড়িতে, বিশেষ করে বাজারে, দোকানে মালপত্র পরিমাপের কাজে লাগে। 

এখন তো সব বিদ্যুৎ চালিত দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। কিন্তু আমাদের ছোট বেলায় এইসব হাতে ধরা দাঁড়িপাল্লা ব্যবহার করা হত। 

ছোট বেলায় আমি কবিতা লিখতে ভালবাসতাম, যে কোন জিনিস চোখের সামনে দেখলেই, সেটা নিয়ে নানান কলপনা করতাম। এই কবিতাটিও সেই ভাবেই তুলাযন্ত্র অর্থাৎ দাঁড়িপাল্লা কে নিয়ে লেখা। 

যদিও কবিতা টি ছোট বেলায়্ ছড়া বইতে পড়া একটি কবিতা কে অনুকরন করে লেখা। 

কবিতাটির কবির নাম তো এই মুহূর্তে মনে আসছে না, তবে কবিতাটির নাম ছিল 'কাজের লোক'। 

তাহলে এবার আমার লেখা 'তুলাযন্ত্র' কবিতা টির দিখেই ফিরে দেখা যাক। 

তুলাযন্ত্র 

তুলাযন্ত্র তুলাযন্ত্র
কোথা যাও ওগো যন্ত্র
দাঁড়াও না একবার ভাই। 
                         ওঁই বাজারে জনারনে
                         যাই ওজন করিবার জন্যে
                         দাঁড়াবার সময় তো নাই। 



কবিতাটি যে কবিতা কে অনুকরন করে লেখা, সেই কবিতা টির কবির নাম আমার মনে নেই। যদি কেউ জেনে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন। 






Tag: bangla chotoder kobia, bangla chotoder kobita lyrics, bangla chotoder chora, chotobelar kobita, bangla kobita, 

No comments