Header Ads

ছোট বেলায় লেখা কবিতা - ৩। কবিতা 'ঘড়ির কাঁটা'। Bangla chotoder kobita 'Ghorir Kanta'

ghori niye bangla kobita


 কবি বলেছেন - 'সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়'। 

এই সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটা ছুটতে থাকে তার আপন নিয়মে। আমাদের জীবন ও চলে ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে, আর শেষে পৌঁছায় আমাদের সর্বশেষ গন্তব্য - না ফেরার দেশে। 

খুব ছোটবেলায় এই ধরনের ভাবনা কিভাবে আমার মনে এসেছিল জানি না, কিন্তু এই ভাবনা কে আমি তুলে ধরেছিলাম কলমের গোরায় ; আর জন্ম নিয়েছিল এই কবিতাটি। 

ছোট বেলায় আমার লেখা কবিতা - ২ । কবিতা - তুলাযন্ত্র।

কবিতা - ঘড়ির কাঁটা 

ঘড়ির কাঁটা চলে
টিক, টিক! টিক, টিক! টিক!
আমি বলি, ঘড়ির কাঁটা; 
তুমি যাও কোথা? 
                কাঁটা বলে যাই আমি
                 সেই দেশে, যে দেশে 
                 আছে শুধু
                 প্রেম, প্রীতি, ভালোবাসা। 
আমি বলি সে দেশের
নাম কি' বল একবার। 
ঘড়ির কাঁটা বলে
সে এক অজানা দেশ
নেই কোন নাম তার। 
                 আমি বলি, 
                 তবে তুমি যাও কেন
                 সেই দেশে বল দেখি? 
কাঁটা বলে সেই দেশে
যেতে হয়্ সবাইকে, 
               একদিন না একদিন শেষে। 
আমি বলি তবে সেই দেশে
আমিও কি যাব একদিন শেষে? 
                 কাঁটা বলে, এই তো নিয়ম, 
                  আছে শুধু ভুবনে। 
ভুবনে যখন নিয়েছি জনম, 
একদিন তো যেতে হবে,
সেই অমর লোকে নিতে মরন। 
                     আমি বলি তবে কি সেই দেশে
                     আছে কি কোন বৈশিষ্ট্য বেশে? 
কাঁটা বলে আছে আছে, 
একটাই বৈশিষ্ট্য আছে। 
                     আমি বলি সেটা কি শুনতে পারি? 
                     কাঁটা বলে হ্যাঁগো হ্যাঁ, আমি জানি। 
সেই বৈশিষ্ট্য হল, 
সেই অমর লোকে, 
কোনো মাসে 
               নেই রবিবার। 😅😏😆






Tag: bangla chotoder kobita, bangla chotoder kobita lyrics, bangla chotoder chore, bangla kobita, ghori niye bangla kobita, somoy, jiboner kobita, jiboner status, chotobelay lekha kobita

       

1 comment: